আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবকগণের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সন্তানের আমল আখলাক ও পড়ালেখার বিষয়ে গুরুত্বসহকারে তদারকি বৃদ্ধি করুন। দীর্ঘ সময় বন্ধে পড়ালেখায় অবহেলা করলে অনেক ক্ষতি হয়ে যাবে ৷ উস্তাদগণ ছাত্রদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। আপনারা সেভাবে তাদের পড়ালেখা আদায় করার চেষ্টা করুন। কতিপয় বিষয়াদি আপনাদের সুবিধার্থে নিম্নে উল্লেখ করলাম।
তাহফিজুল কোরআন বিভাগের জন্য বিশেষভাবে
১. শিক্ষার্থী প্রত্যেহ ফজর নামাযের পর ১.০০ ঘন্টা, জোহর নামাযের পূর্বে ৩০ মিনিট ও পরে ৩০ মিনিট এবং মাগরিব নামাযের পর ১.০০ ঘন্টা কোরআন শরিফ তিলাওয়াত করতে হবে।
২. শিক্ষার্থীর জন্য দিনের বেলা কমপক্ষে ২.০০ ঘন্টা ঘুমানো বাধ্যতামূলক।
৩. যে কারো ঘরে প্রবেশ করতে এবং কোথাও যেতে হলে অভিভাবকের অনুমতি নিতে হবে।
৪. ঘরে বাইরে সর্বত্র সালাম বিনিময় করতে হবে।
৫. সর্বদা ছেলেরা টুপি ও মেয়েরা ওড়না/হিজাব পরিধান করতে হবে।
সকল বিভাগের জন্য
(1) প্রতিদিন তিনটি হাতের লিখা যথাক্রমে আরবী,বাংলা,ইংরেজী নিশ্চিত করুন।হাতের লিখা সুন্দর করার এটা একটা সুবর্ণ সুযোগ।
(2)আপনার সন্তানের যতটুকু লেখাপড়া হয়েছে তা বার বার রিভাইস দেয়ার প্রতি গুরুত্ব দিতে হবে ৷ প্রয়োজনে শিক্ষকদের থেকে নির্দেশনা নিতে পারেন।
(3) নিয়মিত সালাত আদায় ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে গুরুত্ব প্রদান করা দরকার।
(4) অবসর সময়ে অযাচিত মোবাইল ব্যবহার করতে দিবেন না।
(5) আপনার সন্তানের যথাযথ বিশ্রাম, স্বাস্থ্যসম্মত খাবার সহ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করুন৷
(6) এই মুহুর্তে কোন অবস্থাতেই বাহিরে বের হওয়া যাবেনা।
(7) খেলাধুলা করার জন্য ইনডোর গেমসের
ব্যবস্থা করা যেতে পারে।
( 8) আপনার বাসায় কোন মেহমান/হাউজ টিউটর আসলে অবশ্যই তাকে জীবাণুনাশক দ্বারা পরিস্কার পরিচ্ছন্ন করে প্রবেশ করাবেন।
(9) নিয়মিত সালাত আদায় ও আল্লাহর নিকট তাওবা করবেন পাশাপাশি পরিবারের সকল সদস্যদের প্রতিও গুরুত্ব দিবেন ৷
(10)আপনার সন্তানকে বিনাপ্রয়োজনে বাহিরে বের হতে দিবেননা৷ এই মুহুর্তে আত্বীয় স্বজনদের বাড়িতে বেড়াতেও যেতে দিবেননা।
(11) আপনার সন্তান সহ সোস্যাল গ্যাদারিং এড়িয়ে চলবেন বিয়ের দাওয়াত,মেজবানি,বৌভাত ইত্যাদি সকল দাওয়াত এড়িয়ে চলার পরামর্শ থাকবে।
(12) মাদরাসা খোলার সাথে সাথেই আপনার সন্তানকে মাদরাসায় পৌঁছানোর ব্যবস্থা করবেন ৷
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ও উপরোক্ত নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন - আমিন।
ডুকুমেন্ট অপশনে ছুটিকালীন রুটিন দেওয়া আছে। এটা অনুসরণ করলে কাজগুলো আদায় করা অনেকটা সহজ হবে।সুতরাং ইহা ডাউনলোড করে নিলে ভালো হয়।